বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

আরজেএফ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ, তৃণমুল সাংবাদিক নিয়োগ নীতিমালা বাস্তবায়ন, গ্রামীন সাংবাদিকদের প্রশিক্ষণ প্রক্রিয়াবৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে ২১ সেপ্টেম্বর বিকালে ঢাকার মুক্তি চাইনিজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। আরজেএফ এর যুগ্ম মহাসচিব মোঃ আল আমিন শাওনের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আরজেএফ এর ভাইস চেয়ারম্যান সালাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মিল্টন খান, দপ্তর সম্পাদক মাহবুব আরা দুলু, সাংস্কৃতিক সম্পাদক লুৎফুন নাহার রিক্তা, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান টুবলু,ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান আজাদী, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ প্রচার সম্পাদক ইসমাইল হোসেন রকী,কার্যকরী সদস্য শাহাদাত হোসেন শাহীন, আমিনুল ইসলাম জুয়েল,সদস্য শামসুল আলম, ফাতেমা বেগম,রুবিনা শেখ, জাহিদুল ইসলাম, ঢাকা জেলা আরজেএফ এর সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষাল তপু, সহ সভাপতি আহমেদ জীবন।

মতবিনিময় সভায় সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মজিবর রহমান খোকন, স্থায়ী পরিষদ সদস্য ফাতেমা ইসলাম রাহা কাজী, মোঃ সানাউল্লাহ, মীর জাহাঙ্গীর আলম প্রমুখ। মতবিনিময় সভায় আরজেএফ এর ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলম শেখ ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আলম খান সজল মোবাইল ফোনের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানান এবং সকল সিদ্ধান্তের প্রতি একাত্বতা ঘোষণা করেন।

মতবিনিময় সভায় আরজেএফ চেয়ারম্যান বলেন, গ্রামীন জনপদে কর্মরত সকল সাংবাদিককে সরকারী ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে পেশাগত মানোন্নয়ন করতে হবে। তিনি আরও বলেন, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে লিখলেই সাংবাদিক দের উপর হামলা ও মিথ্যা মামলা হয়। সত্য কথা লিখতে গিয়ে অনেক সাংবাদিককে জীবন দিতে হয়েছে। এসব বিষয়ের প্রতি সরকারকে নজর দিতে হবে।

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, তৃণমূল সাংবাদিকরাই সরকারের উন্নয়ন, সফলতা, সম্ভাবনার কথা বেশী লিখে আর তাদেরই বেশী নিগৃহীত হতে হয়। এর বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াতে হবে। আরজেএফ সব সময় সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নির্ভয়ে মাঠে ছিল, আগামীতেও থাকবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: