মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

তানভীর-আফ্রির নতুন সিনেমা ‘ইস্টিশন’

নিউজ ডেস্ক :: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার মাসুম রেজার কাহিনি ও সংলাপে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘ইস্টিশন’। এতে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সময়ের তরুণ অভিনেতা আবু হুরায়রা তানভীর। তার সঙ্গে জুটি বেধেছেন আফ্রি সেলিনা।

সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা রাসেল আহমদ। এটি তার প্রথম সিনেমা।

মূলত তানভীর-আফ্রির ভিন্ন রকম প্রেমের গল্প এটি। তারা দুজন দুজনকে ভালোবাসেন। আর সেই ভালোবাসার কাহিনিতে রয়েছে নানা ঘটনা-দুর্ঘটনা। এমন প্রেম কাহিনি নিয়েই গড়ে উঠেছে ‘ইস্টিশন’ সিনেমার গল্প।

সিনেমাটিতে আবু হুরায়রা তানভীর ও আফ্রি সেলিনা ছাড়া আরও অভিনয় করছেন- অনন্ত হীরা, সাহারিন ইসলাম, মুন্না, সুব্রত, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর, প্রিন্সেস বিউটি, সামিয়া রাজ ও এস. আই. ফারুক।

‘ইস্টিশন’ সিনেমাটিতে মোট তিনটি গান রয়েছে, যার একটিতে কণ্ঠ দিবেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল।

গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এর মহরত অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (২০ জানুয়ারি) থেকে কমলাপুর রেল স্টেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে পরিচালক রাসেল আহমদ বলেন, ‘‘ইস্টিশন’ দিয়েই আমার যাত্রা শুরু। জানিনা কতটা পথ এগিয়ে যেতে পারবো। তবে গন্তব্য অনেক দূরে।’

তিনি আরও বলেন, ‘২০ জানুয়ারি থেকে কমলাপুর রেল স্টেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এখানে একটানা পাঁচদিন শুটিং হবে। এরপর ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থানে বিরতিহীনভাবে শুটিং করব।’

আবু হুরায়রা তানভীর বলেন, ‘বর্তমানে বেশ কয়েকটি সিনেমা আমার হাতে রয়েছে। তবে এই সিনেমাটির গল্প আমাকে বেশ টেনেছে। তাছাড়া মাসুম রেজার কাহিনি ও সংলাপে দারুণ কিছু হবে আশা রাখি। আমি আমার সবটুকু দিয়ে কাজটা করতে চাই। বাকিটা সময় বলে দেবে।’
এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: