রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

সবজি-পেঁয়াজের মূল্য স্থিতিশীল, কমেছে মুরগির দাম

সবজি-পেঁয়াজের মূল্য স্থিতিশীল, কমেছে মুরগির দাম

নিউজ ডেস্ক :: দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় লকডাউনে গিয়েছে সরকার। এর মধ্যে বেশিরভাগ পণ্যের মূল্য যেমন- পেঁয়াজ, আলু, গরুর মাংসসহ বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। মুরগির মাংসের দাম কেজিতে কমেছে ২০ টাকা। বুধবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, আলু ২০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, গরুর মাংস ৬০০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লকডাউনের আগে ব্রয়লার মুরগি বিক্রি হতো ১৮০ টাকা, এখন তা বেড়ে ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারে বাজার করতে আসা ফার্মগেটের ব্যবসায়ী নিজামুল কবির আরটিভি নিউজকে বলেন, সকল পণ্যের দাম একই আছে। কোনও মালের দাম বাড়েনি। তবে লকডাউনের ঘোষণা দেওয়ার আগের দিন ক্রেতারা বেশি বাজার করায় দাম একটু বেড়েছিল।

অপর এক ক্রেতা কাঁঠালবাগানের বাসিন্দা বেসরকারি চাকুরিজীবী দিলশাদ বেগম বলেন, দেশী মুরগি কয়দিন আগে ৩০০ টাকার বেশি দামে কিনেছিলাম। সেটা এখন ২৮০-৩০০ টাকায় কেনা যাচ্ছে। ব্রয়লার মুরগি আগে ১৮০ টাকা ছিলো এখন ১৫০-১৬০ টাকা। দাম কিছুটা সহনশীল আছে। যতোটা ভেবেছিলাম ততটা বাড়েনি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: