শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

চলতি বছর ঈদ হবে না

ঘরে কাটে বন্দি সময়
মন করে হাসফাঁস
ধেয়ে আসে মৃত্যুহাওয়া-
করোনা ভাইরাস।

দস্যি খোকাও আটকে বাসায়
বাইরে যাওয়া মানা
ঘরে থাকতে ভাল্লাগে কী
এইভাবে একটানা!

খোকার মোটেও মন ভালো নেই
প্রশ্ন করে মাকে,
ঘরেই আটকে রাখবে নাকি
এবারের ঈদটাকে?

চলতি বছর ঈদ হবে না
ঈদের আসা বারণ!
ওমা এমন দিন এলো ক্যান
বল না আমায় কারণ।

আদর করে খোকাকে মা
বুকে নিয়ে টেনে
বলে, ‘বোকা কী করবি বল
নিতেই হবে মেনে।’

ঈদ তো হবেই কিন্তু এ ঈদ
হাসি-খুশি ছাড়া,
ঘরেই হবে ঈদের নামাজ
জাগবে না গ্রাম-পাড়া।

ঈদটা এবার দুঃখ ভরা
ক্লান্ত হৃদয় নিয়ে,
পরের ঈদটা হয় যেনে ঠিক
ঈদের মাঠে গিয়ে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: