রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:২০ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার

নিউজ ডেস্ক :: পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটার জিশান মালিককে দুর্নীতিবিরোধী আইন ভঙ্গের অভিযোগ এনে সাময়িক নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। লাহোরে ন্যাশনাল টি-টুয়েন্টি চ্যাম্পিয়নশিপ চলাকালীন সময়ে জুয়ারিদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোর অপরাধে পিসিবির দুর্নীতি দমন ধারা ৪.৭.১ এর অধীনে এ অভিযোগ দায়ের করা হয়েছে। পিসিবির পক্ষ থেকে জানানো হয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তানের কোন ধরনের ক্রিকেটে জিশান অংশ নিতে পারবে না।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লাহোরে জাতীয় টি-টুয়েন্টি চ্যাম্পিয়নশিপের সময় বুকিদের দুর্নীতিগ্রস্ত পদ্ধতির প্রতিবেদন করতে ব্যর্থ হওয়ায় প্রথম শ্রেণির ব্যাটসম্যান জিশান মালিককে সাময়িক বরখাস্ত করেছে।

পাকিস্তানের হয়ে এখনো আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ হয়নি জিশান মালিকের। তবে ২৪ বছরের এই ব্যাটার পাকিস্তানের হয়ে ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলে হয়েছিলেন পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫৬.২৫ গড়ে করেছিলেন ২২৫ রান। জিশান সদ্য শেষ হওয়া পাকিস্তান ন্যাশনাল টি-টুয়েন্টি চ্যাম্পিয়নশিপে নর্দানের হয়ে পাঁচ ম্যাচ খেলে রান করেন ১২৩।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: