মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল ঘোষণা

নিউজ ডেস্ক :: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হেরেছে স্বাগতিকরা। সেই ক্ষত ভুলে আগামী শুক্রবার চট্টগ্রামে শুরু হবে দুই টেস্টের প্রথমটি।

সোমবার টি-টোয়েন্টি সিরিজ শেষে রাতে প্রথম টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের ব্যাটার মাহমুদুল হাসান জয়। এছাড়া আছেন পেসার রেজাউর রহমান রাজা। চোটের কারণে জায়গা পাননি পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ,  নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান, রেজাউর রহমান ও সাকিব আল হাসান (ফিট থাকা সাপেক্ষে)।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: