বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

সিনে সেন্ট্রালের উদ্যোগে কলকাতায় বাংলাদেশের চার ছবি

নিউজ ডেস্ক :: কলকাতার সবচেয়ে পুরনো সিনে সংগঠন বলা হয় ‘সিনে সেন্ট্রাল, ক্যালকাটা’কে। যে সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায়। এই সংগঠনের উদ্যোগে বুধবার থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। যে উৎসবে দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধ নির্ভর বাংলাদেশের চারটি ছবি। এরমধ্যে দুটি ছবি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত।

বুধবার সন্ধ্যায় সিনে সেন্ট্রালের প্রধান সজল দত্ত চ্যানেল আই অনলাইনকে জানান, বাংলাদেশের ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ নির্ভর চারটি চলচ্চিত্র নিয়ে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এর আয়োজন করেছে সিনে সেন্ট্রাল। এই উৎসবের মাধ্যমে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে সম্মান জানানোই আমাদের প্রধান উদ্দেশ্য।

তিনি বলেন, ২৪ ও ২৫ নভেম্বর দুই দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিন দেখানো হচ্ছে হারুনর রশিদের ‘মেঘের অনেক রং’ এবং হুমায়ূন আহমেদ পরিচালিত ছবি ‘শ্যামল ছায়া’। বৃহস্পতিবার দেখানো হবে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’ এবং তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’।

কলকাতার জনপ্রিয় নন্দন থিয়েটারের ৩ নম্বর হলে চলছে এই চলচ্চিত্র উৎসব।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: