শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ

বরিশাল প্রতিনিধি :: বরিশালের আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিল গুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আস্কর বিল, চক্রিবাড়ি বিল ও উন্মুক্ত জলাশয়ে এবং সংযুক্ত খালে অভিযান চালিয়ে ১০ হাজার মিটারের ৯টি চায়না দুয়ারী অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে আটককৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনুর উপস্থিতিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পুড়িয়ে বিনস্ট করে দেয়া হয়। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনু জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান
অব্যাহত থাকবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: