শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন

ঢাবির ‘ঘ’ ইউনিটের সর্বশেষ পরীক্ষা আজ

নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সর্বশেষ ভর্তি পরীক্ষা আজ। এবছরের পর থেকে ‘ঘ’ ইউনিট আর থাকছে না।

আজ (১১ জুন) সকাল ১১টায় এ পরীক্ষা শুরু হবে। দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ পরীক্ষা। ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় মোট আবেদনকারী ৭৮ হাজার ৪৫ জন।

এই ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৩৩৬টি। এতে প্রতি আসনের জন্য লড়তে হবে ৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১টা ১৫ মিনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

‘ঘ’ ইউনিটের পরীক্ষার বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান জাগো নিউজকে বলেন, আমাদের প্রস্তুতি সম্পন্ন। পরীক্ষা ঘিরে সব নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: