বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

শেষ ম্যাচে শিরোপার সুরহা দেখছেন জিদান

নিউজ ডেস্ক : ছোট জয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ। এসপানিওলের বিপক্ষে রোববার রাতের ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। প্রথমার্ধের যোগ করা সময়ে বেনজেমার ব্যাক হিল পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ওই জয়ে সমান ম্যাচে বার্সার থেকে দুই পয়েন্টের লিড নিয়েছে জিদানের শিষ্যরা। শিরোপার নাটাই ধরে রেখেছে নিজেদের হাতে।

তবে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব নেওয়া জিদান মনে করেন, এই জয় তাদের শিরোপা নিশ্চিত করে দেইনি। শিরোপার সুরহা হবে লা লিগার শেষ দিনে।

রিয়ালের হয়ে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা জিদান বলেন, ‘আমার মনে হচ্ছে না যে, আমরা শিরোপা জিতে গেছি। শিরোপা নির্ধারণ হবে মৌসুমের শেষ দিন এসে। নিচের দিকের দলের বিপক্ষে খেলা কতটা কঠিন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই লিগে কী হবে আপনি আগে থেকে বলতে পারবেন না।’

জিদানের দারুণ ব্যাকহিলেরও প্রশংসা করেছেন ব্লাঙ্কোস কোচ, ‘বেনজেমা মাঠে যা করে তা দেখে আমার অবাক লাগে না। সে এমনই ফুটবলার যে মাঠে নতুন কিছু করে দেখাই। তার ব্যাকহিল পাসটা ছিল অসাধারণ। মৌসুমের অন্যতম সেরা এক মুহূর্ত এটা। দল নিয়ে আমি খুবই খুশি। একটার পর একটা ম্যাচ জেতা সহজ কাজ নয়। তাদের অভিনন্দন দিতেই হবে।’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: