শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

গৌরনদীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বরিশাল প্রতিনিধি : দেশব্যাপি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে অপারেশন কোভিড শিল্ডের আওতায় বরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ (১৯) আগস্ট বুধবার সকালে উপজেলার মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ হাসিনা সেনানিবাসের সৌজন্য, ছয় পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপণায় ও বরিশাল সিএমএইচের সহযোগিতায় ৬২ ই বেঙ্গল রেজিমেন্ট সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচীর আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন ৬২ ই বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফয়সল আবেদী হাসান (পিএসসি), বরিশাল সিএমএইচের চিকিৎসক ক্যাপ্টেন মোঃ জায়েদুল আলমসহ ৬২ ই বেঙ্গলের অন্যান্য সদস্যরা। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি দুঃস্থদের মাঝে স্বল্প সংখ্যক ত্রানসামগ্রী বিতরণ করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: