শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

ডেসটিনির রফিকুলের ৩ বছরের কারাদণ্ড

মা না দেওয়ায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহাম্মাদ রায় ঘোষণা করেন।

তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন বিচারক। ওই টাকা ৩০ দিনের মধ্যে রাষ্ট্রের অনুকূলে জমা দিতে বলা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি রফিকুল আমীন আদালতে উপস্থিতি ছিলেন।

নিয়ম অনুযায়ী কারাদণ্ড থেকে হাজতবাসকালীন সময় বাদ যাবে। ফলে ২০১২ সাল থেকে কারাগারে থাকা রফিকুল আমীনকে এ মামলায় আর সাজা খাটতে হবে না।

অবশ্য মুদ্রা পাচারের আরও দুটি মামলায় গ্রেপ্তার থাকায় এখনই মুক্তিও পাচ্ছেন না ডেসটিনির এই শীর্ষস্থানীয় কর্মকর্তা।

রফিকুল আমীনের ‘জ্ঞাত আয় বহির্ভূত’ ১৮ কোটি ২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদের হিসাব চেয়ে ২০১৬ সালের ১৬ জুন নোটিশ দেয় দুদক।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: