রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

পাপ কাজের ১৯ বছর পর মালিকের দুঃখ প্রকাশ

আজ থেকে ১৯ বছর আগে অপকর্ম করেছিলেন সেলিম মালিক। ওই সময় সেলিম মালিককে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে ধরা হতো। কিন্তু ফিক্সিং কাণ্ড তার ক্যারিয়ার শেষ করে দেয়। ১৯৯৫ সালে অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফরের সময় সেলিম শেন ওয়ার্ন, মার্ক ওয়াহ এবং ও টিম মেকে ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এই ঘটনা ধরা পড়ার পর ৩ বছর তদন্ত চলে। শেষ পর্যন্ত ২০০০ সালে কাইয়ুম কমিশন সেলিম মালিককে আজীবন নিষেধাজ্ঞা দেয়।

১৯৮২ থেকে ১৯৯৯, ১৭ বছরে ১০৩ টেস্ট আর ২৮৩ ওয়ানডে খেলেছেন মালিক। ১৯ বছর পর নতুন করে আলোচনায় চলে এসেছে সেই ফিক্সিং কেলেঙ্কারি। এক ভিডিও বার্তায় ম্যাচ পাতানো–কাণ্ডে আজীবন নিষিদ্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক মালিক বলেছেন, ‘১৯ বছর আগে আমি যা করেছিলাম সেটির জন্য খুবই দুঃখিত। এ ব্যাপারে আইসিসি ও পিসিবিকে আমি নিঃশর্তভাবে সহায়তার হাত বাড়িয়ে দিতে তৈরি।’

২০০৮ সালে নিম্ন আদালতে সেলিম মালিকের ওপর আজীবন নিষেধাজ্ঞা বাতিল হয়। কিন্তু তখন তার মাঠে ফেরার বয়স শেষ। এরপর দুইবার পিসিবির কোচ হওয়ার আবেদন করেছিলেন তিনি। কিন্তু আইসিসি ও পিসিবি তাকে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কিছুতেই জায়গা দিতে রাজি নয়। কারণ সেলিম তার অপকর্মের ব্যাখ্যা পিসিবিকে দিতে রাজি নয়। তবে সেলিম বলেছেন, ‘আমির, সালমান, আসিফ, শারজিল খানেরা যদি ক্রিকেটে ফেরার সুযোগ পায়, তাহলে আমি কেন ক্রিকেটে জড়াতে পারব না?’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: