শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:২৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি :: মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতুর টোলপ্লাজা পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় সেনা সদস্য সহ দুই হাজার প্রতিযোগী।

সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

এতে আরও অংশ নেয় সেনাবাহিনীর ৯৯ ব্রিগেডের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল কামরুল হাসান, জেলা প্রশাসক, মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,লৌহজং উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রশিদ শিকদার,মেদেনি মন্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান প্রমুখ।

এ সময় সেতুর টোলপ্লাজা থেকে দৌঁড় শুরু হয়ে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে পরে শ্রীনগরের সমসপুর হয়ে ইউটার্ন নিয়ে ঘুরে আবার টোলপ্লাজায় এসে পৌঁছে।

এরপর এই প্রতিযোগিতায়, প্রথম থেকে ২০তম স্থান অধিকারীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও বাকি প্রতিযোগীদের হাতে সদন প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: