শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

মমেক হাসপাতালে একদিনে করোনায় ১৫ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনা আক্রান্ত মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের ফেরদৌস আলম (৩৫), জরিনা (৩৫), আব্দুল কুদ্দুস (৮০), ঈশ্বরগঞ্জ উপজেলার জুলেখা (৮০), মুক্তাগাছা উপজেলার শাহ আলম (৪৫), নেত্রকোনা সদরের রইসুদ্দিন (৬৫) এবং টাঙ্গাইল সদরের খুকী বেগম (৭০)।

উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের রোজিনা খাতুন (৬৫), মিতু (১৫), গফরগাঁও উপজেলার বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০), লুতফা (৫০), হালুয়াঘাট উপজেলার রঞ্জনা রানী (৪০) এবং নেত্রকোনা কেন্দুয়া উপজেলার নার্গিস (৫০)।

জানা গেছে, মৃতদের মধ্যে ময়মনসিংহে ১২ জন, নেত্রকোনায় ২ জন ও টাঙ্গাইলের ১ জন রয়েছে। করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩১ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪১১ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৪৬ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম আরটিভি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় আরও ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৮১ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৭ হাজার ৮৫০জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন।

জিএম


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: