শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জন্মদিনে পবিপ্রবির ভিসির শুভেচ্ছা ও অভিনন্দন

পটুয়াখালী প্রতিনিধি :: ২৮ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। দিনটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মাননীয় ভাইস-চ্যান্সেলর গাছের চারা রোপন করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত, স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত, দেশের অর্থায়নে পদ্মা সেতুর বড় প্রকল্প বাস্তবায়ন, মেট্রোরেল চালুকরণ, কর্ণফুলী টানেল নির্মান, দেশে শতভাগ বিদুৎ নিশ্চিতকরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ তরান্বিত করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি জাতিসংঘ কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী “এসডিজি অগ্রগতি পুরস্কার” পাওয়ায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত অভিনন্দন জানান। মাননীয় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আশা ব্যক্ত করেন বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: