শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন

সৎসঙ্গ ফাউন্ডেশন-এর সেমিনার ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি :: গত শনিবার,সকাল ১০.০০টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাব মিলনায়তন (তৃতীয় তলা), আগরপুর রোড, বরিশাল সৎসঙ্গ ফাউন্ডেশনের আয়োজনে মানবিকগুণাবলি-নৈতিকতা উন্নয়ন ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ ও বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বাউফল, পটুয়াখালী। বীরমুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, সম্পাদক ও প্রকাশক দৈনিক বিপ্লবী বাংলাদেশ। মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও উপদেষ্টা, সৎসঙ্গ ফাউন্ডেশন। সেবাদার দীপক দাস গুহ, সেবাদার, সত্যলোক আশ্রম, হিসার, ভারত। ফকির হৃদয় সাঁই, সত্যধাম, কুষ্টিয়া, উপদেষ্টা সৎসঙ্গ ফাউন্ডেশন।

স্বাগত বক্তব্য রাখেন রণজিৎ দত্ত, সহ-সভাপতি, বরিশাল জেলা শাখা, সৎসঙ্গ ফাউন্ডেশন। মানবিক গুণাবলি-নৈতিকতা বিষয়ে আলোচনা করেন বরিশাল জেলা শাখার সহ-সভাপতি রণজিৎ দত্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন ফাউন্ডেশনের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মশিউল আলম পলাশ।

বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহরাব হোসেন, সচিব (উপসচিব), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কালাপড়া, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বাউফল, পটুয়াখালী। বীরমুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, সম্পাদক ও প্রকাশক দৈনিক বিপ্লবী বাংলাদেশ। মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও উপদেষ্টা, সৎসঙ্গ ফাউন্ডেশন। সেবাদার দীপক দাস গুহ, সেবাদার, সত্যলোক আশ্রম, হিসার, ভারত। ফকির হৃদয় সাঁই, সত্যধাম, কুষ্টিয়া, উপদেষ্টা সৎসঙ্গ ফাউন্ডেশন।

দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন সৎসঙ্গ ফাউন্ডশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রোটারীয়ান আলী আরশাদ। এতে মরোণত্তর সম্মানে সম্মানিত হয়েছেন বিশিষ্ট সমাজকর্মী, রাজনীতিবিদ, ২৭ বছরের জেলজীবন ভোগকারী বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষ, সমাজ পরিবর্তনে স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা বিপ্লবী কমরেড সুধীর সেন, ভাষাসৈনিক, সমাজ সংস্কারক মোশাররফ হোসেন নান্নু, কৃষক-ক্ষেতমজুর আন্দোলনের পুরোধা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব খান, মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের বীর সৈনিক আব্দুল মান্নান মোল­া, তাঁতী ও তাতশিল্প রক্ষা আন্দোলনের অগ্রসৈনিক বীরমুক্তিযোদ্ধা আনসার উদ্দিন খলিফা, সমাজ সংস্কারক ক্বারী আব্দুল ওয়াহেদ, ১৫ ডিসেম্বর ১৯৭১ পাদ্রিশিবপুর, বাকেরগঞ্জ সম্মুখযুদ্ধে নিহত শহীদ বীরমুক্তিযোদ্ধা শাহজাহান, তাঁতী নেতা মোতাহার আলী সেপাই, নিরক্ষরতা দূরীকরণে চিন্তা নায়ক দক্ষিণ হস্তিশুন্ড-কাজিরা নৈশ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সেরাজুল হক তালুকদার, দক্ষিণ হস্তিশুন্ড-কাজিরা নৈশ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ফজলুল হক শরীফ। এছাড়া সাফল্য ও কৃতিত্বের জন্য সমাজসেবক সাবেক উপজেলা চেয়ারম্যান উজিরপুর আব্দুর রাজ্জাক তালুকদার, সরকারী কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা আন্দোলনের বীরসৈনিক বরিশাল জেলা ৪র্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতি সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, শ্রমজীবি, পেশাজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে অগ্রসৈনিক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান, নারী নেত্রী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর ৪র্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাহেরা বেগম, করোনাযুদ্ধের বীরসৈনিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল এর ওয়ার্ড মাস্টার মোঃ মশিউল আলম মলি­ক। সেমিনারে অংশগ্রহণকারী ২৫জনকে সনদপত্র প্রদান করা হয়।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঃ রাজ্জাক তালুকদার, সভাপতি, সৎসঙ্গ ফাউন্ডেশন, বরিশাল জেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান, উজিরপুর উপজেলা পরিষদ। সঞ্চালনায় ছিলেন আব্দুর রহীম সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সৎসঙ্গ ফাউন্ডেশন, বরিশাল জেলা শাখা, শান্ত চৌধুরী, দপ্তর সম্পাদক, সৎসঙ্গ ফাউন্ডেশন বরিশাল জেলা শাখা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: