শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ ঢাকা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল ১৫ এপ্রিল সন্ধ্যায় নয়া পল্টনস্থ ফটিক হল, নোয়াখালী ক্লাব ঢাকা লিঃ এ অনুষ্ঠিত হয়। সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান সিনিয়র সচিব শ্যামসুন্দর সিকদার, সাবেক স্বরাষ্ট্র সচিব ও বর্তমান সিনিয়র সচিব ডঃ কামাল উদ্দিন আহমেদ, সাবেক সচিব জনাব বেলায়েত হোসেন, তথ্য-সম্প্রচার সচিব জনাব মকবুল হোসেন, বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান সচিব সত্যজিৎ কর্মকার, সাবেক প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম মমিলন, প্রধান তথ্য কর্মকর্তা শাহিনুর মিয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দীন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপ সচিব আবু ননাছের টিপু, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর পিআরও মাহবুবুর রহমান তুহিন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব কামাল উদ্দিন সবুজ, এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, ফেনী সমিতি ঢাকার সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, সেন্সর বোর্ডের উপ-পরিচালক মমিনুল হক জীবনসহ তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক পরিষদ এর সাধারণ সম্পাদক মহিনউদ্দিন চৌধুরী লিটন, অনুষ্ঠান সঞ্চালন করেন সহ সভাপতি শহীদুল্লাহ প্রিন্স, কোরআন তেলওয়াত করেন তথ্য ও গবেষণা সম্পাদক ড. আ ই ম নেছার উদ্দিন।

অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালীর সম্পাদক পরিষদের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দসহ সকল সাধারণ সদস্য অংশ নেন ও ইফতার মাহফিলকে সাফল্য মণ্ডিত করেন। এছাড়া দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, বৃহত্তর নোয়াখালী বিভিন্ন স্তরের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার শেষে নোয়াখালীর ঐতিহ্য গরুর মাংশ, মাসকলার ডাল-ভাত পরিবেশন করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: