শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

‘আমি চা-শ্রমিকের মেয়ে, বাগান থেকে আমার উঠে আসা’

নিউজ ডেস্ক :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শ্রাবণী গুপ্তা বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেতন-ভাতা বাড়লেও বাড়েনি শুধু চা-শ্রমিকদের মজুরি। আমি নিজে একজন চা শ্রমিকের মেয়ে। চা বাগান থেকে আমার উঠে আসা, আমি তাদের কষ্ট সম্পর্কে জানি।’

সারাদেশে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

এ শিক্ষার্থী আরও বলেন, ‘চা-শ্রমিকরা সব ক্ষেত্রেই অবহেলিত। বর্তমানে ১২০ টাকা মজুরি দিয়ে কী হয়? কীভাবে কষ্ট করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে হয়েছে তা শুধু আমি ও আমার পরিবার জানে। চা-শ্রমিকদের একমুঠো ভাত জোগাড় করতে হিমসিম খেতে হয়। তাদের নিজস্ব জমির অধিকারটুকুও নেই। মালিকপক্ষ তাদের দাবি মানতে রাজি নয়। চা-শ্রমিকদের মতো অসহায় কেউ নেই। আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়েছি।’

এসময় ‘বৈষম্য নিপাত যাক ৩০০ টাকা মজুরি পাক’, ‘চা শ্রমিকদের ৭ দফা দাবি মানতে হবে’, ‘রুটি রুজির দাবি, মানতে হবে মানতে হবে’, ‘চা শ্রমিকদের পেটে যদি না থাকে ভাত, দেশের অর্থনীতি হবে কুপোকাত’, ‘বাঁচাতে হলে দেশের অর্থনীতি বাড়াতে হবে চা-শ্রমিকদের মজুরি’ এমন স্লোগান সম্বলিত পোস্টার প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ জানান।

সংগঠনের কোষাধ্যক্ষ এম কামিল আহমেদের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে সংগঠনের সভাপতি মহিবুল হাসান রনি, ‘৩০০ টাকা মজুরির দাবিতে চা-বাগানের মালিকপক্ষের সঙ্গে ১২ দফায় বৈঠক হয়েছে। কিন্তু কোনো সুফল আসেনি। বাধ্য হয়ে আন্দোলন করছেন চা-শ্রমিকরা।’

শিক্ষার্থীরা বলেন, শ্রমিকদের দাবি বেশি নয়। ৩০০ টাকা মজুরি চান তারা। চা-বাগানের মালিকদের খবর নিয়ে দেখেন তারা একেকজন শত কোটি টাকার মালিক। এ শত কোটি টাকা এসেছে শ্রমিকদের শ্রম-ঘামে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: