বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:১০ অপরাহ্ন

ড্যাপে চিহ্নিত জলাশয় ভরাট : টিস্যু কালচার ল্যাব নির্মাণে নিষেধাজ্ঞা

ড্যাপে চিহ্নিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর মৌজাস্থিত গৈদারটেক এলাকায় জলাশয় ভরাট এবং যে কোনো ধরনের স্থাপনা নির্মাণে বিরত থাকাসহ বিএডিসি’র টিস্যু কালচার ল্যাব নির্মাণের সব কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান, সেন্ট্রাল টিস্যু কালচার অ্যান্ড সিড হেলথ ল্যাবরেটরি ও বিএডিসি’র প্রকল্প পরিচালককে আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককেও (ডিজি) আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: