রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

ভয়েস কন্ট্রোল গুগল টিভি আনল হায়ার

উন্নত প্রযুক্তি সম্বলিত ‘অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল টিভি’ বাজারে এনেছে হোম অ্যাপ্লায়েন্স পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ড ‘হায়ার’। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই টিভির রিমোট কন্ট্রোলে বাটন না চেপে ভয়েসের মাধ্যমে বিভিন্ন চ্যানেল বদল করা যাবে, টাইপ না করে যাওয়া যাবে গুগলের মাধ্যমে বিভিন্ন সাইটে। রয়েছে ১০ হাজারেরও বেশি অ্যাপস।রোববার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হ‌য়ে‌ছে। সম্প্রতি রাজধানীর দক্ষিণ বাসাবোতে নতুন একটি শো-রুম ও অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ফোর‌কে গুগল টিভি উদ্বোধন করা হয়।ভয়েস কন্ট্রোল টিভিতে রয়েছে গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডচালিত টিভি প্রযুক্তিসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা। পি৭ সিরিজের ৪৩ থে‌কে ৭৫ ইঞ্চির পাঁচ সাইজের গুগল টিভি বাজারে পাওয়া যাবে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজার ওয়াং জিয়াংজিং এবং সেলস অপারেশন ডিরেক্টর আশরাফুল আলম।অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বসেরা পণ্য এবং পরিষেবা প্রদানের প্রতি হায়ারের প্রতিশ্রুতিবদ্ধ।  ঢাকার বাসাবোতে নতুন শোরুমে গ্রাহকরা ব্যতিক্রমী পণ্য ও সেবা পা‌বে। হায়া‌রের পণ্যের বাজার সম্প্রসারণে এ শোরুম বি‌শেষ ভূমিকা পালন কর‌বে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: