রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম

কাল থেকে শুরু হচ্ছে দুই দিন দিনব্যাপী তীর্থ উৎসব

শাহীদুল ইসলাম কালু, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা বারমারী সাধু লিও’র খ্রিষ্টান ধর্মপল্লীতে স্থাপন করা হয়েছে ফাতেমা রাণীর তীর্থস্থান।এই তীর্থ স্থানে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শুরু হচ্ছে দুই দিনব্যাপী বার্ষিক তীর্থ উৎসব। এ বারের তীর্থ উৎসবের মুলসুর হলো- ‘সিনোডাল মন্ডলীতে মিলন, অংশগ্রহণ ও প্রেরণকর্মে ফাতেমা রাণী মা মারিয়া।’তীর্থ উৎসবের সমন্বয়কারী রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারী বলেন, ধর্মীয় চেতনায় দেশি বিদেশি হাজার হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অংশ গ্রহণের মধ্য দিয়ে প্রতি বছর বার্ষিক তীর্থ উৎসব পালিত হওয়ায় বর্তমানে এটি আন্তর্জাতিক মহাতীর্থস্থান হিসেবে রুপ পেতে যাচ্ছে। ভক্তদের আগমন বাড়ায় বর্তমানে এই তীর্থস্থানে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ৪৮ ফুট উচ্চতার ফাতেমা রাণীর মা মারিয়ার মূর্তি নির্মাণ করা হয়েছে। এই স্থানটি খ্রিষ্টভক্তদের জন্য একটি পবিত্র ধর্মীয় স্থান। এখানে এসে তাদের ধর্মীয় অনুভূতি জাগরিত করে বিভিন্ন প্রার্থনা করে থাকে। এতে খ্রিষ্টভক্তরা আত্মার প্রশাস্তি পায়। তিনি আরও বলেন, এবারের তীর্থ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের মেঘালয় রাজ্যের তুড়া ক্যাথলিক ডাইসিসের একটি ধর্মপল্লীর পালপুরোতি রেভারেন্ট ফাদার টমাস মানকিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ খ্রিষ্টধর্ম প্রদেশের বিশপ পনেন পৌল কুবি সিএসসি। আবহাওয়া অনুকূলে থাকলে এবারের তীর্থ যাত্রায় ৩০/৪০ হাজার তীর্থযাত্রীর অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে।শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে চার স্তর বিশিষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, এখানে শান্তিপূর্ণ পরিবেশেই তীর্থ উৎসব সম্পন্ন হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: