বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

প্রচণ্ড গতিতে জাপানের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন

নিউজ ডেস্ক : আজ রোববার প্রচণ্ড গতিতে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী একটি টাইফুন। প্রশান্ত মহাসাগরীয় এই ঝড়ের নাম দেওয়া হয়েছে ‘হাইশেন’। এর প্রভাবে দেশটিতে প্রচণ্ড ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি শুরু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা সতর্কতা জারি করেছেন, টাইফুনের কারণে বিদ্যুতের খুঁটি উপড়ে যেতে পারে এবং যানবাহনের ক্ষতি হতে পারে।

এএফপির খবরে জানানো হয়, ওই অঞ্চলের সামুদ্রিক ঝড়ের শক্তির বিচারে হাইশেনটি খুব শক্তিশালী। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় আজ বিকেলের দিকে প্রশান্ত মহাসাগর ও পূর্ব চীন সাগরকে পৃথক করা কিউশু এলাকার কাছের ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা আমামি এলাকায় এটি আঘাত হানতে পারে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: