বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

লক্ষ্মীপুরে চুরির অপবাদে কৃষক নির্যাতনের ঘটনায় প্রধান আসামির জামিন

লক্ষ্মীপুর প্রতিনিধি : চুরির অপবাদ দিয়ে লক্ষ্মীপুরে এক কৃষককে গাছের সাথে বেঁধে বর্বর নির্যাতনের ঘটনায় প্রধান আসামি জামিন ও অন্য দুই আসামির মো. স্বপন সোহাগ কে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার ৬ সেপ্টেম্বর সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর আদালতে মামলার প্রধান আসামী চররমনী মোহন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল, ২য় আসামী ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. স্বপন ও ৩য় আসামী মো. সোহাগ আত্মসমর্পন করেন।

আদালত মামলার প্রধান আসামী ইউসুফ ছৈয়ালকে জামিন দেন এবং বাকী দুইজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বাদি পক্ষের আইনজীবি এড. মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ও ইউপি সদস্য স্বপনসহ তিনজন রবিবার আদালতে হাজির হলে আদালত প্রধান আসামীকে জামিন মঞ্জুর করেন এবং অন্য দুইজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তিনি জানান, কৃষক আমির হোসেনকে মারধরের ঘটনায় তিনি ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় পূর্বে গ্রেফতারকৃত তিনজন আসামীও জামিনে আছেন। আর অন্য দুইজন পলাতক রয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: