শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা! – এড. আবুল খায়ের

জীবনের কত ছবি
কবিতার কত কথা
দূরে দূরে হারিয়ে যায়
রাখতে পারিনি ধরে
একান্ত আপন করে
শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা ।

রূঢ় বাস্তবতা
আইনের পরিভাষা
মানবতার কান্না
ফরমায়েশী গল্প
শ্রেষ্ঠ কবিতাটা হলোনা লেখা ।

দ্রোহের কবি
কবিতা লিখেছো
রাজমহলের রাজরাণীর
দেখোনি কৃষাণীর কালো চোখ
শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা ।

দ্রোহের কবি
প্রেমিকার মৃত্যু হয়েছে
ভালোবাসার মৃত্যু হয়েছে
নেবে কি ঝরা ফুলের ঘ্রাণ
শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা ।

দ্রোহের কবি
কৃষাণীর বেনী খোলা চুল
জলে ভেজা নরম দু’ খানি হাত
মাটি মাখা ধবল পায়ের পাতা
দেখোনি অনাবৃত হলদে বাহু
শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা ।

আমি কবি হতে আসিনি
আমি মাধুরীকে চাঁদ দেবো
আর দেবো নীলিমাকে নীলাকাশ-

আমার প্রিয় বাংলাদেশ
আমি তোমায় ভালোবাসি ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: