সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

হাসান মতিউর রহমানের দুই গানে কণ্ঠ দিলেন মমতাজ

নিউজ ডেস্ক :: দেশের জনপ্রিয় গীতিকার হাসান মতিউর রহমান। তার লেখা বহু গান কালজয়ী হয়ে আছে। ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’খ্যাত এই গীতিকারের অনেক গানে কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজও।

এ জুটি আবারও হাজির শ্রোতাদের জন্য নতুন দুটি গান নিয়ে। গান দুটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

তিনি নিশ্চিত করলেন, গেল ২৬ জানুয়ারি রাজধানীর মৌচাকের লং প্লে স্টুডিওতে ‘যেদিন লাশ হবে’ ও ‘আমি কি তোর পর’ শিরোনামের গান দুইটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গীতিকার হাসান মতিউর রহমান তার নতুন গান সম্পর্কে বলেন, ‘মমতাজ প্রিয় গায়িকাদের একজন। অনেকদিন পর ওর জন্য দুটি গান লেখা হলো। একটি গান রোমান্টিক ও অন্যটি বিরহের। দু’টি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।’

গানের ভিডিওতে দেখা যাবে গায়িকা মমতাজকেই। গান দুটি সাউন্ডটেক ও ধ্রুব মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে।

প্রসঙ্গত, ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার ‘বাড়ির ওই পূর্বধারে’ গানের জন্য ২০১৯ সালের শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। গানটির সংগীতে পরিচালক ছিলেন মুশফিক লিটু।
এলএ/এমকেএইচ


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: