বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

এডেন সাগরে নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: এডেন সাগরে একটি নৌকা ডুবে ৩৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইয়েমেন থেকে মধ্যপ্রচ্যের দেশগুলোতে যাওয়ার পথে আফ্রিকার শরণার্থী বোঝাই ওই নৌকাটি ডুবে যায়।

সোমবার (১২ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টার আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে।

ইয়েমেন থেকে দালালদের মাধ্যমে ৬০ যাত্রী নিয়ে নৌকাটি এডেন উপসাগরের জিবুতির উপকূলে ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৩৪ জন মারা যান। জানালেন আইওএম কর্মকর্তা মোহাম্মদ আবদিক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ বিধিনিষেধ ও কড়াকড়ির ফলে তারা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এরপর তারা ইয়েমেনে আটকা পড়ে। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে।

সূত্র- আলজাজিরা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: