রবিবার, ০৫ মে ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা

নিউজ ডেস্ক :: আগামী বুধবার (৫ মে) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা ব্যানার্জি। এ নিয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সোমবার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার কালীঘাটে সংবাদ সম্মেলনের পর দলীয় কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে আলোচনায় বসেন মমতা। বৈঠকের পর দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, মমতাই পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন।

পার্থ বলেন, ৫ মে মমতা শপথ নেবেন বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারপর ৬ ও ৭ মে বাকি বিধায়করা শপথ নেবেন। বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিকেই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখার্জি।

এদিকে মন্ত্রিসভায় কারা থাকছেন সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী কারা হবেন তা মমতাই ঠিক করবেন বলেও জানান পার্থ। এর আগে মমতা বলেছিলেন, মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়ার পরে তার সরকারের প্রধান কাজ হবে রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলা করা। এরপরই তারা বিজয় উৎসব করবেন বলে জানান তিনি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: