বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

লকডাউনে বাড়ি ফেরার পথে ভারতীয় আরো ২৪ শ্রমিকের মৃত্যু

 নিউজ ডেস্ক : ভারতে লকডাউন পরিস্থিতিতে বাড়ি ফিরতে চেয়ে পথেই ঝরে যাচ্ছে একের পর এক শ্রমিকের প্রাণ। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ। আজ শনিবার ভোরে দুটি ট্রাকের ধাক্কায় নিহত হলেন ২৪ শ্রমিক। গুরুতর আহত হয়েছেন আরো ১৫ থেকে ২০ জন পরিযায়ী শ্রমিক।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, একটি ট্রাকে করে ৫০ জন পরিযায়ী শ্রমিক রাজস্থান থেকে ফিরছিলেন। উত্তরপ্রদেশের ঔরিয়া নামক এলাকার কাছে দিল্লি থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই ট্রাকের। আজ শনিবার ভোর সাড়ে ৩টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

ঔরিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অর্চনা শ্রীবাস্তব বলেন, ‘২৪ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। ২০ জন গুরুতর আহত। তাঁদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের মধ্যে অধিকাংশই বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।’

এর আগে গত ৮ মে ঔরঙ্গাবাদে রেল দুর্ঘটনায় মৃত্যু হয় একসঙ্গে ১৬ পরিযায়ী শ্রমিকের।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: