রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন

করোনার উৎস তদন্তে চীনের বিরোধিতা ‘দায়িত্বজ্ঞানহীন’:হোয়াইট হাউস

নিউজ ডেস্ক :: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেছেন, কভিড-১৯ মহামারির উৎপত্তি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তের বিরুদ্ধে চীনের বিরোধিতা ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘বিপজ্জনক।’

চীনের উহান নগরীসহ যে এলাকায় প্রথম করোনাভাইরাস চিহ্নিত হয়েছে, সেখানকার ল্যাব অডিট করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধের তীব্র সমালোচনা করার পর পাসাকি সাংবাদিকদের বলেন, তাদের অবস্থান ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘সুস্পষ্ট বিপজ্জনক’। এখন বাধা সৃষ্টি করার সময় নয়।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও আট হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৬ হাজার ৬৪৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ৬৯ হাজার ৮৯৭ জন।
এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: