সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

সারাবিশ্বে একদিনেই করোনা আক্রান্ত প্রায় দেড় লক্ষ মানুষ

নিউজ ডেস্ক : একদিনেই বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় দেড় লাখ মানুষ। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ২৫৪ জন। আর প্রাণ হারিয়েছেন ৩,৩৩৮ জন।

করোনায় আক্রান্তের সংখ্যার দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়েছে। আর ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ হাজারেরও বেশি। দেশটিতে এই ভাইরাসের কারণে মোট প্রাণ হারিয়েছে ১ লাখ ২২ হাজার ২৪৭ জন।

এরপরেই আছে ব্রাজিল ও রাশিয়া, আক্রান্ত যথাক্রমে মোট আক্রান্ত হয়েছে প্রায় ১১ লাখ এবং রাশিয়ায় ৬ লাখের কাছাকাছি।

চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৪২৬ জন এবং আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৮৩ জন। মোট আক্রান্ত হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৯১০ জন এবং মৃত্যু ১৩ হাজার ৭০৩ জন।আক্রান্তের সংখ্যার দিক থেকে নতুন রেকর্ড তৈরি করেছে দেশটি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারাবিশ্বে ৯০ লাখের বেশি মানুষ এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে। প্রাণ হারিয়েছে ৪ লাখ ৭০ হাজারেরও বেশি জন। সুস্থ হয়েছে প্রায় সাড়ে ৪৮ লাখ মানুষ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: