রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার আজ সকাল দশটায় সেদুয়ারী এলাকার সারাজ ফাইবারটেক লিমিটেড নামক একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানাযায়, সকাল ১০ টার দিকে শ্রমিকরা কারখানায় একটি সুতার গোডাউনে হঠাৎ ধোঁয়া দেখতে পায়। পরে মিলের শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ভালুকা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের তিনটি ঘটমা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং আগুনের ভয়াবহতা দেখে ত্রিশাল ও ময়মনসিংহের ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে, ত্রিশালের ২টি এবং ময়মনসিংহের দু‘টি ইউনিটসহ মোট সাতটি ইউনিট প্রায় ৬ ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক পরিমান জানাযায়নি।

কারখানা মালিক জানান, আগুনের তার ২০-২৫ লাখ টাকার সুতা পুড়ে গেছে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে। তবে, প্রাথমিক ধারণায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে ওই আগুন লেগে থাকতে পারে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: