রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

মাস্ক পরা থেকে বিরত রাখতে প্রচারণা!

নিউজ ডেস্ক : করোনাভাইরাস থেকে রক্ষা পেতে কোনও প্রতিষেধ আবিষ্কার হয়নি এখনও। সামাজিক দূরত্ব, হাত ধোয়া আর সচেতনতার ওপর গুরুত্ব দিযেছেন গবেষকরা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও বলছেন তারা। তবে খুব দরকার হলে বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন এমন সব নির্দেশনা দিয়ে আসছে; তখন এর বিপক্ষে নেমেছে একদল মানুষ। মাস্ক না পরতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে তারা। যুক্তরাজ্যে কোনও শপিংমলে ঢুকতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে এর বিরুদ্ধে যারা প্রচারণায় নেমেছেন সেই বিরেধীরা বলছেন ভিন্ন কথা।

বিবিসি বলছে, টুইটারে একদল মাস্ক পরার বিরোধিতায় নেমেছে। # নো মাস্ক এবং #মুসলেস লিখে রচারণা চালাচ্ছে তারা। এ নিয়ে নানা মিমও শেয়ার করছেন মাস্ক পরার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানকারীরা।

আন্দোলনকারীদের দাবি, মাস্ক কাউকে অক্সিজেন গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করতে পারে। এ কারণে শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যেতে পারে।

তবে বিজ্ঞানীরা এখনও এ দাবির পক্ষে কোনও প্রমাণ পাননি। তারা বলছেন, সঠিকভাবে মাস্ক পরলে কারো কোনও ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মেডিকেল মাস্ক দীর্ঘ সময় ধরে পরে থাকলেও কারো অক্সিজেনের ঘাটতি হয়না।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: