সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

বরিশালে আট রোগির দালাল গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর সদররোডস্থ বাটার গলিতে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৮ রোগির দালালকে গ্রেপ্তার করেছে।

আজ সোমবার দুপুর ১২টায় ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে একদল ডিবির সদস্যরা এই ঝটিকা অভিযান চালিয়ে এসকল দালাল প্রত্যারকদের আটক করেন। এসময় মো. আলমগীর, মামুন হাওলাদার, মো. আবু, হানিফ হাওলাদার, আনোয়ার হোসেন, শাহিন মৃধা, মো. জামাল এবং মো. আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

এখানে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মুন্সি মুবিনুল হক বলেন, রোগিদের প্রতারিত করে এই দাললরা অন্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। এমনকি টেস্টের বেলায় দালালরা কাগজে টিক চিহ্ন দিয়ে রোগিদের দ্বারা বাড়তি টেষ্ট করায়। এতে করে আর্থিক ক্ষতির পাশাপাশি রোগিরা শারিরিক ভোগান্তির শিকার হন।

এজন্য দালালদের নির্মুল করতে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, মোবাইল কোর্টের এই সদস্য।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: