শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

বরিশালে আ’লীগের দুগ্রুপের ৫শ’ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

বরিশাল প্রতিনিধি :: বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৫শ’ জনের বিরুদ্ধে বাদী হয়ে পুলিশ মামলা করেছে। হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাদী হয়ে বুধবার মামলাটি করেছেন। মামলা দায়েরের বিষয়টি বৃহস্পতিবার রাতে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার।

পুলিশ জানায়, এই মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে সর্বমোট ৫শত জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত সকল আসামী উপজেলার ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

এর আগে ১৫ ডিসেম্বর বিকেলে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী সুলাইমান শান্তকে মারধর করে উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুলতান মো. টিপু সিকদারের লোকজন। এনিয়ে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে রাতভর উপজেলা শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। এবং গভীর রাতে দুটি গ্রুপ ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়।

থানা পুলিশের দায়ের করা এই মামলায় সরকারি কাজে বাঁধাদানসহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: