শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

আবারও ক্যাপিটল হিলে হামলার চেষ্টা, নিহত ২

নিউজ ডেস্ক :: আমেরিকার কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে আবারও হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ওই হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। খবর রয়টার্স ও সিএনএনের।

শুক্রবার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ২৫ বছর বয়সী এক যুবক গাড়ি নিয়ে ক্যাপিটল হিলের উত্তর গেট দিয়ে নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বাধা দিলে হামলাকারী তাদের ছুরিকাঘাত করে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। এর মধ্যে একজন মারা যান। অন্যদিকে, পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন।

ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগান্ডা ডি. পিটম্যান বলেন, হামলায় পুলিশের আহত দুই সদস্যের মধ্যে একজন নিহত হয়েছেন।

এদিকে, হামলা চেষ্টার পর পরই ক্যাপিটল হিল লকডাউন করা হয়। পরে লকডাউন তুলে নেওয়া হয়। তবে এই ঘটনার পর পর সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে সেখানে।

তবে হামলকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে গত ৬ জানুয়ারি ক্যাপটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: