শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

জুভেন্তাসকে কড়া হুঁশিয়ারি ইতালিয়ান ফুটবলের

নিউজ ডেস্ক :: ইউরোপিয়ান ফুটবলে সুপার লিগের আগুন এখনও নেভেনি। যদিও এই লিগ আলোর মুখ দেখার আগেই অন্ধকারে হারিয়ে গেছে অনেকটা। যে ১২ ক্লাব মিলে ইউরোপিয়ান লিগ চালু করার কথা ছিল তারমধ্যে ৯টি ক্লাব মুখ ফিরিয়ে নিয়েছে।

বাকি তিন ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্তাস এখনও ঝুলে আছে। কিন্তু কোন আশায়?

এরইমধ্যে সোমবার ইতালিয়ান ফুটবল ফেডারেশন প্রধান গাব্রিয়েল গ্রাভিনা জুভেন্তাসকে কড়াভাবে জানিয়ে দিয়েছে, ইউরোপিয়ান লিগ না ছাড়লে ‘সিরি আ’ থেকে বহিষ্কৃত করা হবে।

সিরি আ-তে টানা নয়বারের চ্যাম্পিয়নদের উদ্দেশ্য করে ইতালীয় একটি রেডিওতে গ্রাভিনা বলেছেন, ‘জুভেন্তাস যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে এবং আগামী মৌসুমেও যদি একই সিদ্ধান্তে অটল থাকে তবে তাদের ‘সিরি আ’ তে অংশ নিতে দেয়া হবে না।’

গ্রাভিনা আরও বলেছেন, ‘সমর্থকদের জন্য এটা কষ্টের হলেও আমাদের কিছু করার থাকবে না। আশা করি জুভেন্তাস দ্রুতই তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে।’

এই তিন ক্লাবের এমন সিদ্ধান্তের কারণ আর্থিক। ইউরোপের এই ক্লাবগুলোই সবচেয়ে বেশি আর্থিক সংকটে ভুগছে। সম্প্রতি ফিফা এবং উয়েফাও কড়াভাবে জানিয়ে দিয়েছে সুপার লিগ থেকে সরে আসতে।

এদিকে যে ৯ ক্লাব ইউরোপিয়ান লিগ ছেড়েছে সবাই ‘ক্লাব কমিটমেন্ট ডিক্লারেশন’ এ স্বাক্ষর করেছে বলে গত শুক্রবার বিবৃতি দিয়ে জানায় উয়েফা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: