বুধবার, ১৮ মে ২০২২, ০৩:৫০ পূর্বাহ্ন
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :: বরিশাল আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সবুজ সরদার ও গৈলা ইউপি সদস্য মশিউর রহমানের পিতা মোজাম্মেল হক সরদার (৭৯) এর ইন্তেকাল করেছেন। তিনি আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী বিসমিল্লাহ হোটেলের মালিক ছিলেন।
অসুস্থতা জনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত রোববার সকাল ৬টা ২৫ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি—রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। ওই দিনই মরহুমের জানাজা শেষে বাদ আছর উপজেলার নগড়বাড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
তাঁর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মোঃ সামসুল আলম জুলফিকার, আগৈলঝাড়া জাতীয় সংবাদিক সংস্থা সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম (মাহবুব), সাধারণ সম্পাদক কে.এম সামসুর রহমান গভীর শোক প্রকাশ করেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক ও সমবেদনা জানান।