শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

‘মেসিকে বলে এসেছি ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবো’

নিউজ ডেস্ক :: কাতার বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ৩ দিন বাকি। আসরটিতে নামার আগে ৩২টি দল নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে। তবে অনুশীলনের পাশাপাশি ব্যক্তিগত মতামত দিয়েও ফুটবলাররা আসরের উন্মাদনা বাড়াচ্ছেন।

এবারের আসরে অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই দলের সেরা তারকা আবার লিওনেল মেসি ও নেইমার। তবে দেশ হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও এই দুই তারকার বন্ধুত্ব সম্পর্কে সমর্থকরা ভালো করেই জানেন। দীর্ঘদিন বার্সেলোনায় সতীর্থ থাকার পর বর্তমানে পিএসজিতেও একসঙ্গে খেলেন।

এদিকে বিশ্বকাপ শুরুর আগে ক্লাব ফুটবলে মেসিকে নেইমার একটি বার্তা দিয়ে এসেছে। ইংল্যান্ডের এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমরা এমনিতে বিশ্বকাপ নিয়ে বেশি কথা বলি না। কিন্তু মাঝে মাঝে আমরা হাসি-ঠাট্টা করি। যেমন, ফাইনালে যদি আমাদের লড়াই হয়, তা হলে কী হবে? আমি তো মেসিকে বলেছি, আমিই চ্যাম্পিয়ন হব আর তোমার বিপক্ষে জিতব। এই নিয়ে দু’জনে হাসাহাসিও করেছি।’

পিএসজির দুই সতীর্থকে নিয়ে নেইমার বলেন, ‘মেসি ও কিলিয়ান এমবাপ্পের পাশে খেলতে পারাটা দারুণ অভিজ্ঞতা। ওরা দু’জনেই অসাধারণ ফুটবলার। আর মেসিকে তো অনেক আগে থেকেই বিশ্বের সেরা ফুটবলার বলা হয়ে থাকে।’

বিশ্বকাপ নিয়ে তার ভাবনা নিয়ে নেইমার জানান, বিশ্বকাপ জেতাটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং কাতারে সেই স্বপ্ন সফল করতে চান তিনি। তিনি আরও বলেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন হল বিশ্বকাপ জেতা। যখন থেকে বুঝতে শিখেছি ফুটবল খেলাটা কী, তখন থেকেই আমার স্বপ্ন বিশ্বকাপ জেতা। সেই স্বপ্ন সফল করার আর একটা সুযোগ পাচ্ছি। আশা করছি, এ বার স্বপ্নটা সফল হবে।’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: