মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম
সুন্দরগঞ্জে নাতি বউকে ধর্ষণ চেষ্টা ধামা চাপা দিতে হত্যার হুমকি  ইমারত নির্মাণে কাউন্সিলরের বাঁধা, ভুয়া প্রকৌশলী সাজিয়ে চাঁদা আদায়ের অভিযোগ শিবালয় থানার আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও দুর্গাপূজা বিষয়ক মতবিনিময় শ্রীবরদীতে নবাগত ওসির সাথে জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের মতবিনিময় ভিসা প্রক্রিয়াকরণে কর্মী‌দের হয়রা‌নিতে রাষ্ট্রদূ‌তের উষ্মা প্রকাশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন বাংলাদেশি তোরসা সাকিবকে রেখেই ধর্মশালা চলে গেল মিরাজরা আইনের দোহাইয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় পদার্থের নোবেল রাজশাহীতে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালিত

ইউক্রেনের দাবি : পারমাণবিক স্থাপনায় ‘বড় কিছু’ করতে চলেছে রাশিয়া

রাশিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনার নাটক সাজানোর পরিকল্পনা করছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় বাহিনীর প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্র ঘিরে সামরিক কার্যকলাপ বাড়িয়েছে রাশিয়া। সেখানে যেকোনো মুহূর্তে পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্র বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। ওই এলাকায় একে অপরের বিরুদ্ধে বারবার হামলার অভিযোগ তুলেছে কিয়েভ ও মস্কো।

 

বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ লিকেজ একটি বৈশ্বিক ঘটনা হবে এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করতে বাধ্য করবে। এই সময়ের মধ্যে সব ধরনের সহিংসতা বন্ধ রাখতে হবে। এই বিরতিকে রাশিয়া তার বাহিনীকে পুনর্গঠিত করতে এবং ইউক্রেনের পাল্টা আক্রমণ বন্ধ করার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে ব্যবহার করবে।

বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎকেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে অবিলম্বে আশপাশের লোকদের সরিয়ে নিতে হবে। কিন্তু যুদ্ধের মধ্যে এই প্রক্রিয়া অত্যন্ত জটিল হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইউক্রেনের বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও এর আশপাশে প্রতিরক্ষামূলক কার্যক্রম বাড়াচ্ছে রুশ বাহিনী।

 

 

জাপোরিঝিয়ায় দুর্ঘটনার নাটক সাজানোর পরিকল্পনার অভিযোগ সম্পর্কে টুইট করেছেন জাতিসংঘে ইউক্রেনের প্রতিনিধি সার্জি কিসলসিয়াসও। তার দাবি, ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে’ এটি শুরু হয়ে যেতে পারে।

তবে দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি কিসলসিয়াস। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পক্ষ থেকেও এখন পর্যন্ত জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রে কোনো রেডিয়েশন লিকেজের খবর পাওয়া যায়নি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: