সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন

২০২১ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ওসাকা

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের চ্যাম্পিয়ন হলেন জাপানের নাওমি ওসাকা। শনিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ফাইনালে ব্র্যাডিকে  ৬-৪, ৬-৩ গেমে উড়িয়ে দেন তৃতীয় বাছাই ওসাকা।

তিন সেটের এই খেলায় প্রথম দুই সেট জিতেই ট্রফি জয় নিশ্চিত করেন ২৩ বছর বয়সী এই তারকা।ওসাকা এ নিয়ে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতলেন।

এর আগে, ২০১৯ সালে প্রথমবার জিতেছিলেন তিনি। এছাড়াও তার ট্রফি ক্যাবিনেটের সংগ্রহে রয়েছে ২০১৮ এবং ২০২০ সালের ইউএস ওপেনের খেতাব। গত বছর ইউএস ওপেনের সেমি-ফাইনালেও ব্র্যাডিকে হারিয়েছিলেন ওসাকা।

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে অপরাজিত ওসাকা সব মিলিয়ে জিতলেন টানা ২১ ম্যাচ। র‌্যাঙ্কিং হালনাগাদ হলে তালিকার দুই নম্বরে উঠে আসবেন ওসাকা।

সূত্র : দ্যা গার্ডিয়ান।

 


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: