সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

রাজনৈতিক সীমানা যেন দু’দেশের বাণিজ্যে বাধা হয়ে না দাঁড়ায়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক সীমানা যেন দু’দেশের বাণিজ্যে বাধা হয়ে না দাঁড়ায়। আর সেই লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ-ভারত।

আজ দুপুর ১২টা ৩০ মিনিটে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি যুক্ত হন।

প্রসঙ্গত, ফেনী নদী বাংলাদেশ ও ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত। সেতুটি বাংলাদেশ ও ভারতের বাণিজ্য বাড়াতে আরও সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এই সেতুর মাধ্যমে সরাসরি চট্টগ্রাম সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত হবে ত্রিপুরা। ৮২.৫৭ কোটি টাকা ব্যয়ে রামগড়ের মহামুনিতে ২৮৬ একর জমির ওপর ‘মৈত্রী সেতু’ নির্মিত হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: