শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে দেড় সপ্তাহ ধরে হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছি : ট্রাম্প

 নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রতিষেধক হিসেবে প্রতিদিন একটি করে হাইড্রোক্সিক্লোরোকুইন পিল খাচ্ছেন তিনি। হোয়াইট হাউসে আয়োজিত এক সভায় দেওয়া এক বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশে এ দাবি করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।
ট্রাম্প আরো বলেন, ‘আমি এটি (হাইড্রোক্সিক্লোরোকুইন) দেড় সপ্তাহ ধরে নিচ্ছি। প্রতিদিন একটি করে পিল। এবং আমি এখনো ঠিক আছি।’

এর আগে করোনা প্রতিরোধে হাইড্রোক্সিক্লোরোকুইনকে ‘গেমচেঞ্জার’ বলে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু এ ওষুধ করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়াও এটির ব্যবহার অনিরাপদ হতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তবে ওষুধটি নিয়ে এখনো গবেষণা চলছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প আরো বলেন, ‘কতজন মানুষ এই ওষুধটি নিচ্ছে, তা জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন।’ এ ছাড়া ফ্রন্টলাইন কর্মীদের অনেকেই করোনার প্রতিষেধক হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইন নিচ্ছেন বলে দাবি ট্রাম্পের।
হাইড্রোক্সিক্লোরোকুইন করোনা প্রতিরোধে কাজ করে এমন কোনো প্রমাণ আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এখানেই আমার প্রমাণ। আমি এর ব্যাপারে অনেক আশাব্যঞ্জক খবর পেয়েছি।’

ট্রাম্প আরো বলেন, ‘আমি এটি (হাইড্রোক্সিক্লোরোকুইন) সম্পর্কে অনেক ভালো খবর শুনেছি। আর যদি এটি ভালো না হয়, তাহলে আমি আপনাদের বলতে চাই, আমি এটি দ্বারা ক্ষতির সম্মুখীন হচ্ছি না।’

এরই মধ্যে হোয়াইট হাউসের বেশ কয়েকজনের করোনা পজেটিভ এসেছে, তবে ট্রাম্প বলছেন, তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই। এবং তিনি নিয়মিতই পরীক্ষা করছেন বলে জানান।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: