মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

জামালপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের এক বৃদ্ধ যাকে গত শুক্রবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাকে পাওয়া গেল গতকাল শনিবার সকালে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের একটি পুকুরে লাশ হয়ে ভেসে থাকতে।

নিহতের নাম সামাদ মিয়া (৬০)। তিনি জামালপুর পৌরসভার হাটচন্দ্রা গ্রামের মৃত তাজ মাহমুদ শেখের ছেলে। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, সামাদ মিয়া গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরের দিন সকালে মেলান্দহ উপজেলার পূর্ব আদ্রা গ্রামের বাসিন্দারা স্থানীয় একটি পুকুরে লাশ হয়ে ভাসতে থাকলে পুলিশকে খবর দেয় ।

পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন ।

তিনি আরও বলেন, নিহত সামাদ মিয়া মানসিক বিকারগ্রস্ত ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মামলা করা হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: