শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানালেন এরদোয়ান

নিউজ ডেস্ক :: ফ্রান্সের তৈরি পণ্য বর্জনে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কখনও ফরাসি পণ্য না কিনতে আমি আমার দেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ইসলাম ভীতি বাড়তে থাকায় আঙ্কারা ও প্যারিসের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মের সম্মানে সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানে উদ্বেধনী অনুষ্ঠানে এরদোয়ান এই আহ্বান জানান।

ইউরোপে ইসলাম ভীতি বাড়ার বিষয়টি উল্লেখ করে এরদোয়ান বলেন, ইউরোপের কিছু দেশে ইসলাম ও মুসলিম বিদ্বেষ রাষ্ট্রীয় নীতি হয়ে দাঁড়িয়েছে। এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের নীতির সমর্থন দেয়া হচ্ছে।

বিশ্বের মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট বলেন, যদি ফ্রান্সে মুসলিমরা নিপীড়নের শিকার হয়, তাহলে চলুন তাদের একসঙ্গে রক্ষা করি। এরদোয়ান বলেন, ইউরোপিয়ান পার্লামেন্ট তুরস্ক সম্পর্কিত প্রায় ইস্যুতে সরব। তবে ইসলাম ভীতির এমন পরিবেশে তারা যদি নিশ্চুপ থাকে তাহলে তা ভুল হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: