শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম

সন্ধ্যায় মুক্তি দেশে, ‘ডাঙ্কি’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে

এক বছরে তৃতীয় সিনেমার সুবাদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ঢুকছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরেই ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ডাঙ্কি’। তবে সেন্সর প্রক্রিয়ার জন্য কিছুটা বিলম্ব করতে হচ্ছে এ দেশের দর্শককে। সন্ধ্যা ৭টা থেকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করলেন ‘ডাঙ্কি’র বাংলাদেশি পরিবেশক অনন্য মামুন। তিনি বললেন, “এই মুহূর্তে ছবিটির সেন্সর প্রদর্শনী চলছে। ছবিটা যেহেতু সামাজিক গল্পের, সুতরাং কোনও কর্তন ছাড়াই আমরা ছাড়পত্র পাবো আশা করছি। আর সন্ধ্যা ৭টায় দেশের হলে ‘ডাঙ্কি’ মুক্তি পাবে।”

উল্লেখ্য, ‘ডাঙ্কি’ নির্মাণ করেছেন বলিউডের নন্দিত নির্মাতা রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ। প্রচারণা ব্যয়সহ ছবিটির বাজেট মোটে ১২০ কোটি রুপি। যা শাহরুখের গত অর্ধ যুগের সবচেয়ে কম বাজেট। তাই সহজেই ছবিটি লগ্নি তুলে সুপারহিট হয়ে যাবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: