শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

লালমাইয়ে একমাস পর শিশু শাহপরান হত্যা মামলার আসামি গ্রেফতার-৪

রুহুল আমিন (কুমিল্লা) লালমাই :: কুমিল্লায় একমাস পর শিশু শাহপরান হত্যা মামলার আসামি ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। লাকসাম থেকে বাগমারা পযান্ত ১৩ টি সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ ৪০০ শত ঘন্টা ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক কে চিহ্নত করে পুলিশ। বুধবার প্রযুক্তির সয়াহতায় ঘাতক নুরউদ্দিনসহ মামলার অপর তিন আসামি শহিদ উল্লাহ গোলাপ হোসেন নাছির উদ্দীনকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করে আসামীরা।তাদের স্বীকারোক্তিমতে একটি মিশুক সহ আলামত উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেসবিফ্রিং সাংবাদিকদের জানান অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান। তিনি বলেন গত ১১ সেপ্টেম্বর বড়চলুন্ডার ব্রাক স্কুল ৪র্থ শ্রনীতে পড়ুয়া শাহপরানের বড় ভাইরের মিশুক গাড়ি নিয়ে বাগমারা গেলে সেখান থেকে নিখোঁজ হয় শাহপরান। পরে দিন ১২ সেপ্টেম্বর খোঁজর জন্য মাইকিং করে তার পরিবার। এ দিন বিকালে লালমাই থানাধীন বাগমরা দক্ষিণ ইউনিয়নের জয়নগরে ডাকাতিয়া নদীর পাড়ে ঝোপের নিচে সুতলি দিয়ে হাত পাঁ বাধা অবস্থা শাহপরানের লাশ উদ্ধার করে পুলিশ। পরে শাহপরানের বাবা বাদী হয়ে লালমাই থানায় একটি অজ্ঞাত ব্যাক্তির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন পিপিএম, লালমাই থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আইয়ুব সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: