সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

গুলশানে ২২ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক :: রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২তলা ভবনের ৭ম তলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে প্রথমে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে মোট ১৯টি ইউনিট নেভানোর কাজে যুক্ত হয়।

দীর্ঘ চার ঘণ্টা পর রোববার রাত ১১টার দিকে গুলশানের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগা ভবনের কয়েকটি ফ্লোর থেকে অত্যান্ত ঝুঁকি নিয়ে আগুন নির্বাপণসহ নারী-শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এ সময় ভবনটি থেকে এক নারীকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: