সোমবার, ০৬ মে ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

কদমতলী ও কোতয়ালী এলাকা হতে ১৬ জন চাঁদাবাজ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

এ আর কাজল (স্টাফ রিপোর্টার) :: গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ১০ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জসিম (৪১), ২। মোঃ সোহেল (২৭), ৩। মোঃ মোক্তার হোসেন (৩১), ৪। জুলহাস মিয়া (৪৩), ৫। মোহাম্মদ আলী (২১), ৬। মাহমুদুল রহমান মিদুল (১৯), ৭। মোঃ রাকিব (২২), ৮। মোঃ মানিক (৩০), ৯। মোঃ মিঠু (২৪) ও ১০। মোঃ রুবেল (২২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪টি কাঠের লাঠি, ১১টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদা নগদ- ৬,২৭০/- (ছয় হাজার দুইশত সত্তর) টাকা উদ্ধার করা হয়।

এ ছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন আহসান উল্লাহ রোড, বাদামতলী ও ওয়াজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৬ জন চাঁদাবাজ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ শুভ (২৫), ২। শাহিন হোসেন (২৫), ৩। মোঃ ইমন (২৪), ৪। জুবায়ের প্রধান (২১), ৫। মোঃ দুলাল (৪৮) ও ৬। নজরুল ইসলাম (২১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৬ রিসিট বই, ০৬টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদা নগদ- ৬,৩১০/- (ছয় হাজার তিনশত দশ) টাকা উদ্ধার করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: