সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানা অফিসার ইনচার্জ রউফ সরকার শহীদ আহ্সান উল্লাহ মাস্টারের শাহাদাৎ বার্ষিকী পালন বাবুর শপথ – মোবারক হোসেন দেলোয়ার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-৫, আহত-১৫ বিদেশি ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌদ্দগ্রামে জায়গা জমি সংক্রান্ত বিরোধে ছুড়িআঘাতে যুবক নিহত, গ্রেফতার-২ নোয়াখালী সুবর্ণচরে গাভীর সিজারিয়ান অপারেশন নোয়াখালী সদরে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা বাঘা উপজেলা চেয়ারম্যান পদে ৩ প্রার্থীসহ ৯জনের মনোনয়নপত্র দাখিল

জেলা পুলিশের ‘ভালবাসি জামালপুর’ মিউজিক ভিডিওটি অসাধারণ : এমপি আজাদ

সুমন মাহমুদ, স্টাফ রিপোর্টার : জামালপুর পুলিশের কর্মকান্ড সাধারন মানুষের মাঝে তুলে ধরার প্রয়াস থেকে জেলা পুলিশের তৈরি ‘ভালবাসি জামালপুর’ মিউজিক ভিডিও প্রকাশনার শুভ উদ্বোধন ঘোষণা করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামালপুর শিল্পকলা একাডেমির বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু মিলনায়তনে মিউজিক ভিডিও ও ‘অভিশপ্ত আগষ্ট’ নাটক মঞ্চস্থ হয়।

জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ আবু সায়েম বিপিএম, জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান প্রমূখ।

বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, একটি অসাধারণ কাজ করেছে জামালপুর জেলা পুলিশ। এই কাজটি সারা বাংলাদেশের জন্য আইডল হতে পারে। আমি পুলিশ সুপার মহোদয়কে বলবো আপনি এই জেলা থেকে ট্রান্সফার হওয়ার পরেও যেন ‘ভালবাসি জামালপুর’ এর কার্যক্রম থাকে। আমরা ক্লিন জামালপুর, স্মাট জামালপুরের কাজ শুরু করেছি। আমরা জেলার প্রতিটি সেক্টরকে স্মাট করতে চাই।

উদ্বোধন শেষে পঁচাত্তরের ১৫ আগস্টে কলঙ্কিত অধ্যায় নিয়ে পুলিশ নাট্যদলের প্রযোজিত নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চায়িত হয়। নাটকটিতে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অভিনয় করেন।

নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান ( বিপিএম ও পিপিএম)। নাট্যরূপ ও নির্দেশনা দেন পুলিশ পরিদর্শক জাহিদুর রহমান।

জানা যায়, বাংলাদেশ পুলিশের পরিবেশনায় ‘অভিশপ্ত আগষ্ট’ নাটকটি সারা দেশে মোট ১৪০ বার মঞ্চায়িত হয়েছে।

জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিল।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: